পশ্চিমতীরে ২ ইসরাইলি সেনা নিহত, আহত আরো ৮
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫
ফিলিস্তিনের পশ্চিমতীরে এক বন্দুকধারীর হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো আটকজন আহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) অধিকৃত পশ্চিমতীরের জর্ডান ভ্যালির তায়াসির শহরে এ ঘটনা ঘটে।
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তায়াসিরের একটি তল্লাসি চৌকিতে অতর্কিতভাবে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এ সময় তার গুলিতে দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। এছাড়া আরো আটজন আহত হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য ছয়জন সামান্য চোট পেয়েছে।
রয়টার্স জানিয়েছে, গাজা উপত্যকার জেনিন, তুলকারম ও অন্যান্য স্থানে অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল। এরই মধ্যে তায়াসিরের একটি বাঙ্কার থেকে বেরিয়ে এসে একজন বন্দুকধারী প্রথমে একটি সৈন্যকে গুলি চালায়। এরপর তিনি অন্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এ সময় তার হাতে এম-১৬ স্বয়ংক্রিয় রাইফেল ছিল।
সূত্র : রয়টার্স