০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

ফিলিস্তিনি যে শিশুর আকুতি নাড়া দিয়েছে বিশ্ব বিবেক

ডাবলিনে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের বিক্ষোভের সময় একজন বিক্ষোভকারী হিন্দ রজবের ছবি নিয়ে বের হয়েছে। - ছবি : মিডল ইস্ট আই

‘আমার খুব ভয় লাগছে। কেউ একটু আসেন। আমাকে বাঁচান। উদ্ধারকর্মীদের ফোন দেন।’ এভাবেই করুণ স্বরে কাতরাচ্ছিলেন ফিলিস্তিনি শিশু হিন্দ রজব। পরিবারের সাথে যুদ্ধপ্রবণ এলাকা ছাড়ছিলেন তখন। তাদের লক্ষ্য করে ৩৩৫টি গুলি ছোড়ে দখলদার বাহিনী। এতে আহত হন তিনি। ডাকতে থাকেন আহত স্বরে।

তার এ করুণ স্বরের অডিও গত বুধবার ভাইরাল হয়। আলোড়ন সৃষ্টি হয় দুনিয়াব্যাপী। জানা যায়, তার এই আওয়াজ শুনেছিল প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। তাকে উদ্ধার করতে পাঠিয়েছিল দুই প্যারামেডিক। কিন্তু তাদেরকেও হত্যা করে ইহুদি বাহিনী।

গত বুধবার (২৯ জানুয়ারি) পিআরসিএসই প্রকাশ করে অডিও রেকর্ডটি। তারা জানায়, ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি গাজার দক্ষিণে তেল আল হাওয়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর প্রায় দুই সপ্তাহ পড়ে থাকে হিন্দ ও তার পরিবারের লাশ।

হিন্দ রজব মারা গেছেন প্রায় এক বছর। সম্প্রতি তার রেকর্ডটি প্রকাশ পেয়েছে। ব্যাপকভাবে শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। তারা হিন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। দাবি করছেন তার মৃত্যুর জন্য ন্যায়বিচার। দখলদার বাহিনীকে জবাবদিহিতার মুখোমুখি করতেও কথা বলছেন অনেকে।

মার্কিন জায়নবাদবিরোধী সংগঠন ইহুদি ভয়েস ফর পিস। তারা হিন্দ রজবকে নিয়ে কয়েকটি পোস্ট করেছেন। এক্স একাউন্টে ছবিটি পোস্ট করে তারা লিখেছেন, ‘হিন্দ রজব। তুমি স্মৃতিতে থাকবে অম্লান। তুমি ফিলিস্তিনি। ফিলিস্তিনিদের আত্মা নেভে না। চিরকাল বেঁচে থাকবে তোমার উত্তরসূরীরা।’

আরেক পোস্টে প্রশ্ন রেখেছে যে হিন্দ ও তার বয়সী শিশুরা কি কেবলই ট্র্যাজেডির শিকার হয়ে যাবে? তারা কি বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটাবে না?

অনেকে হিন্দের ছবি শেয়ার করে এক্সবার্তায় লিখেছেন, কখনো ভুলা যাবে না। এ সময় তারা হিন্দের গল্প ছড়িয়ে দেয়ারও আহ্বান জানান।

অনেকে হিন্দের ঘটনার জন্য পশ্চিমা মিডিয়াকে দোষারোপ করেছেন। তারা পশ্চিমা মিডিয়ার কভারেজ তুলে ধরে বলেন, এ ঘটনায় তাদের ভাষা ছিল পক্ষপাতদুষ্ট। তারা হিন্দের মৃত্যুর পরিস্থিতি আড়াল করে ফেলেছিল।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক আসাল রাদ এক এক্সবার্তায় লিখেছেন, বিবিসি তখন শিরোনাম করেছিল, ‘গাজা থেকে হিন্দের লাশ উদ্ধার’। তারা কখনো এমন লজ্জাজনক শিরোনাম পরিবর্তনের চেষ্টা করেনি।

অন্যরা পশ্চিমা মিডিয়ার আরো কিছু লজ্জাজনক বিষয় হাইলাইট করেছে। কেউ কেউ তখন হিন্দকে নারী কিংবা যুবতী প্রমাণের অপচেষ্টা করেছিল। মোটকথা সবাই ইসরাইলের ভাবমূর্তি রক্ষায় নির্লজ্জভাবে উঠে পড়ে লেগেছিল।

আগামী বুধবার সন্ধ্যায় হিন্দ রজবের স্মরণে নিউইয়র্কে একটি জাগরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

ফিলিস্তিনি প্রতিরোধের প্রতীক
হিন্দ রজবের হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করেছে ফরেনসিক আর্কিটেকচার, আল জাজিরার ফল্ট লাইনস এবং এনজিও ইয়ারশট। তাদের তদন্তে জানা গেছে, যে গাড়িতে হিন্দকে হত্যা করা হয়েছিল, তাতে ৩৩৫টি গুলি লেগেছিল। এর বেশিরভাগই এন্ট্রি গাড়ির ডান দিক থেকে এসেছিল।

তদন্তে আরো দেখা গেছে যে রজবের ১৫ বছর বয়সী চাচাতো ভাই লায়ানকে হত্যা করার সময় ইসরাইলি ট্যাঙ্কটি মাত্র ১৩ থেকে ২৩ মিটারের মধ্যে অবস্থান করছিল। সেজন্য এ কথা বলার সুযোগ নেই যে বন্দকধারীরা শিশুসহ বেসামরিক নাগরিকদের দেখতে পায়নি।

হিন্দের মৃত্যু বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের জন্য একটি প্রতীক হয়ে ওঠেছে। নিউইয়র্ক সিটির কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীরা ক্যাম্পাসের একটি ভবন দখল করে নেয়। তারা রজবের সম্মানে এর নামকরণ করে ‘হিন্দস হল’।

আইরিশ রাজধানী ডাবলিনে হিন্দের মৃত্যুর স্মরণে একটি দেয়ালচিত্র আঁকা হয়েছিল।

লেবাননের রাজনীতিবিদ ও লেখক দেইব আবু জাহজাহ হিন্দ রজব নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি হিন্দের প্রতি সম্মান জানান। এবং হিন্দের মতো ভুক্তভুগীদের ন্যায়বিচারের জন্য আইনি সহযোগিতা প্রদান করেন।

আবু জাহজাহ বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে হিন্দ রজবকে হত্যা করা হয়। তার আহত স্বর আজো আমার হৃদয়ে ভর করে আছে। তার বয়সী আমারও একটি মেয়ে আছে। তার বাবা-মায়ের আর্তযন্ত্রণা আমি কল্পনাও করতে পারছি না।

তিনি আরো বলেন, হিন্দ আজ বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। তার এমন উপস্থিতি খুনিদের তাড়া করে ফিরছে। ছোট্ট হিন্দ তাদের কল্পনার চেয়েও বেশি শক্তিশালী।

‘শান্তিতে ঘুমাও ছোট্ট দেবদূত। তোমাকে কখনো ভুলা হবে না।’

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement
জামালপুরে জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা পাচ্ছে না সরকার কবর থেকে তুলে পুনরায় দাফন করা হবে হাসান নাসরুল্লাহকে বাংলাদেশের সাথে আরো বেশি অর্থনৈতিক সম্পৃক্ততার প্রত্যাশা ভারতের রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭ আটক ইউক্রেনীয় সেনাদের হত্যা করছে রাশিয়া গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল মার্কেট-ভবন সাম্প্রদায়িক সহিংসতায় ২৩ জনকে হত্যার দাবি প্রত্যাখ্যান সরকারের মানুষের কল্যাণের জন্যই বিএনপির রাজনীতি : ডা: শাহাদাত হোসেন গুমের ঘটনায় শেখ হাসিনাসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা জড়িত : এইচআরডব্লিউ বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুদ্ধ-পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে : প্রধান উপদেষ্টা

সকল