ইসরাইলের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৩, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় হস্তক্ষেপ করা এবং সাক্ষীকে ভয় দেখানোর চেষ্টার অভিযোগে তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে পুলিশ।
ইসরাইলের স্টেট অ্র্যাটর্নীর কার্যালয় রোববার এ তথ্য জানিয়েছে।
বামপন্থী ডেমোক্র্যাট দলের এম কে নামা লাজিমি একটি লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগটি সম্পর্কে তথ্য জানতে চাইলে অ্যাটর্নির কার্যালয় তাকে জানায় যে ২০২৪ সালের ২৬ ডিসেম্বর সারা নেতানিয়াহুর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়েছে। তিনি ডিসেম্বরে ইসরায়েলি চ্যানেল ১২-এর উভদা নিউজ প্রোগ্রামের সম্প্রচারের পর সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তার স্বামীর দুর্নীতির মামলায় হস্তক্ষেপের অভিযোগ করেন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরাইলের পুলিশ ও রাষ্ট্রীয় আইনজীবী অফিসের সাইবার ক্রাইম বিভাগ এ তদন্ত পরিচালনা করছে। চ্যানেল ১২-এর উভদা প্রোগ্রামের একটি প্রতিবেদন অনুসরণ করে তদন্তটি পরিচালনা করা হচ্ছে, যেখানে বলা হয়েছে যে সারা নেতানিয়াহু তার স্বামীর প্রয়াত সহকারী হ্যানি ব্লেইওয়িসকে প্রধানমন্ত্রীর বিচারাধীন মামলার একটি গুরুত্বপূর্ণ সাক্ষী হাদাস ক্লেইনের বিরুদ্ধে বিক্ষোভ ও অনলাইন প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছিলেন।
উভদার প্রতিবেদনের পর অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা ও স্টেট অ্যাটর্নি অমিত আইসমান ২৬শে ডিসেম্বর ঘোষণা করেন যে তারা সাক্ষীদের হয়রানি ও ন্যায়বিচারে বাধা দেয়ার সন্দেহে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এর আগে, ডিসেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় সাক্ষ্য দেন, যেখানে তিনি তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও জনসাধারণের বিশ্বাস ভঙ্গের অভিযোগের মুখোমুখি হন। তবে সে সময় তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন।
সূত্র : টাইমস অফ ইসরাইল ও আরব নিউজ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা