গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের হামলা, শিশুসহ আহত ৭
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭, আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনী রোববার হামলা চালিয়েছে। এতে এক শিশুসহ সাত ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সূত্র।
সূত্রটি জানায়, একটি ইসরাইলি ড্রোন গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে উপকূলীয় আল-রশিদ সড়কের একটি গাড়িতে আঘাত করে। এ হামলায় এক শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
সূত্রটি আরো জানায়, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পূর্বে আল-ফারাহিন এলাকায় আরেকটি ড্রোন একটি বুলডোজারকে আঘাত করলে আরো দুই ফিলিস্তিনি আহত হন।
প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার ফলে ওই সড়ক ধরে উত্তর গাজায় ফিরতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়াও ইসরায়েলি বাহিনী মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বে এবং দক্ষিণ গাজার পূর্ব রাফায় ফিলিস্তিনিদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়।
১৯ জানুয়ারী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো লাখ লাখ ফিলিস্তিনি উত্তর গাজার বিভিন্ন এলাকায় ফিরে যেতে শুরু করেন।
তিন-পর্যায়ের এ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির লক্ষ্য গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর করা এবং সেখান থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি