প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল শারা তার প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সেখানে যাওয়ার কথা রয়েছে। সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শায়বানী।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্টের এই সফরকে দামেস্ক ও রিয়াদের মাঝে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পরিবর্তন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে।
এই সফরের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক পক্ষগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করা এবং দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতার অবসান ঘটানো।
সূত্র : আনাদোলু এজেন্সি