গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করবেন নেতানিয়াহু
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৩, আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৬
যুক্তরাষ্ট্রে গিয়ে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করবেন ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ওয়াশিংটনে এ বিষয়ে মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সাথে তার বৈঠকের কথা রয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ইসরাইলি প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু আজ রোববার ওয়াশিংটনের উদ্দেশে ইসরাইল ত্যাগ করবেন। সেখানে আগামী সপ্তাহে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউজে আলোচনা করবেন গাজায় যুদ্ধবিরতি নিয়ে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, উইটকফের সাথে আলোচনার সময় নেতানিয়াহু জানাবেন যে তিনি যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল রয়েছেন। এই বৈঠকের পর উইটকফ এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতার ও মিসরের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। তারা গত ১৫ মাস ধরে ইসরাইল ও হামাসের সাথে মধ্যস্থতা করে এসেছে।
গত মাসে ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। সেখানে তিন ধাপে চুক্তিতে সম্পন্ন হওয়ার কথা হয়। এরপর গাজা যুদ্ধ স্থগিত হয়। এই সময় হামাস কয়েক শ’ ফিলিস্তিনির বিনিময়ে ১৮ বন্দীকে মুক্তি দিয়েছে।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের মাধ্যমে আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ের আলোচনা প্রথম পর্যায়ের ১৬তম দিনে অর্থাৎ সোমবার থেকে শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক থাকা সকল জীবিত পণবন্দীকে ফিরিয়ে দেয়ার বিনিময়ে নির্ধারিত সংখ্যক ফিলিস্তিনি নিরাপত্তা বন্দী এবং উপত্যকা থেকে সম্পূর্ণ ইসরাইলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে এক সিনিয়র ইসরাইলি কর্মকর্তা জানান, চুক্তির দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়নের ক্ষেত্রে এই অগ্রগতি ‘অত্যন্ত উদ্বেগজনক’। তিনি আশা প্রকাশ করে বলেন যে এটি চলমান ৪২ দিনের প্রথম পর্যায়ের পরিপূর্ণতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না।
টাইমস অফ ইসরাইল প্রতিবেদনটিতে ইঙ্গিত দিয়েছে যে নেতানিয়াহু দ্বিতীয় পর্যায়ে যাওয়ার পরিবর্তে যুদ্ধ পুনরায় শুরু করার সম্ভাবনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন।
সূত্র : রয়টার্স