০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

ট্রাম্পের ‘গাজা পরিষ্কারের’ প্রস্তাব প্রত্যাখ্যান পাঁচ আরব দেশের

ট্রাম্পের ‘গাজা পরিষ্কারের’ প্রস্তাব প্রত্যাখ্যান পাঁচ আরব দেশের - ছবি - সংগৃহীত

ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি যৌথ বিবৃতি জারি করেছেন পাঁচ আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

শনিবার প্রকাশিত এই বিবৃতিতে ট্রাম্পের গাজাবাসীদের গ্রহণের জন্য মিসর ও জর্ডানকে দেয়া প্রস্তাবের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরা হয়েছে।

মিসর, জর্ডান, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তারা বলেছেন যে ট্রাম্পের প্রস্তাবিত পদক্ষেপ এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ পদক্ষেপ সংঘাত ছড়িয়ে দেবে এবং শান্তির সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা যেকোনো পরিস্থিতি বা যুক্তিতে ফিলিস্তিনিদের অবিচ্ছেদ্য অধিকারের সাথে আপস করার কোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করছি, তা সে বসতি স্থাপনের মাধ্যমে হোক, উচ্ছেদ বা জমি সংযুক্তির মাধ্যমে হোক বা জমির মালিকদের কাছ থেকে খালি করার মাধ্যমে হোক।’

পররাষ্ট্রমন্ত্রীরা জোর দিয়ে বলেছেন যে তারা ‘দ্বি-রাষ্ট্র সমাধান অনুসারে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্যসঙ্গত ও সামগ্রিক শান্তি অর্জনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে কাজ করার জন্য অপেক্ষায় রয়েছেন।’

গত সপ্তাহে ট্রাম্প ইসরাইলের ক্রমাগত বোমাবর্ষণের ফলে প্রায় সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত গাজাকে ‘ধ্বংসস্থল’ বলে অভিহিত করেন। এ সময় তিনি মিসর ও জর্ডানকে গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে আহ্বান করেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
যমুনার যাওয়ার পথে বাধা, রাস্তা অবরোধ অভ্যুত্থানে আহতদের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার আবারো প্রস্তাব ট্রম্পের প্রাইজ বন্ডের ১১৮তম ড্র অনুষ্ঠিত ফেনীতে জামায়াত নেতা-কর্মীদের স্বাগত মিছিল যশোর সীমান্তে ২৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন পণ্য জব্দ বাংলাদেশীদের জন্য ভিসা আরো সহজ করল থাইল্যান্ড নবাবগঞ্জে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ও শাশুড়ি আটক ২৪ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধের দাবি বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত কমেছে ৮৩ শতাংশ নাটোর জেলা বিএনপির কমিটিতে যুগ্ম আহ্বায়ক আজিজ, সদস্য রঞ্জু বিশ্ব ইজতেমার দুই কিলোমিটারের মধ্যে ড্রোন উড়ানোয় নিষেধাজ্ঞা

সকল