হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন স্থাপনায় ইসরাইলের বিমান হামলা, নিহত ২
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৩
লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানাসহ বেশ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে দু’জন নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরাইলি বাহিনী এক বিবৃতিতে জানায়, তারা রাতভর বেকা উপত্যকা ও সিরিয়া-লেবানিজ সীমান্তে হিজবুল্লাহর বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। হামলায় অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত একটি ভূগর্ভস্থ স্থাপনা এবং প্রতিবেশী সিরিয়া থেকে লেবাননে অস্ত্র পাচারের সাথে যুক্ত আরেকটি স্থাপনা অন্তর্ভুক্ত ছিল।
এদিকে বিমান হামলায় ১০ জন আহত হয়েছেন বলে জানায় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তারা বেসামরিক নাগরিক না যোদ্ধা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
হিজবুল্লাহর কর্মকর্তা ইব্রাহিম মুসাউই বিমান হামলার নিন্দা জানান। তিনি এ হামলাকে ‘অত্যন্ত বিপজ্জনক লঙ্ঘন ও স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। একইসাথে তিনি লেবানন রাষ্ট্রকে ইসরাইলের আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।
সূত্র : রয়টার্স