পরমাণু স্থাপনায় হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ দিকে নেবে : ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইল বা যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণ এই অঞ্চলকে ‘সর্বাত্মক যুদ্ধের’ দিকে ঠেলে দেবে।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কাতার সফরকালে আল জাজিরা আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে আরাঘচি সতর্ক করে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো হবে ‘যুক্তরাষ্ট্রের করা সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি।’
তিনি জানান, ইরান যেকোনো আক্রমণের ‘তাৎক্ষণিক ও চূড়ান্ত’ জবাব দেবে এবং এটি ‘এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের’ দিকে নিয়ে যাবে।
সম্প্রতি ইরানে উদ্বেগ বেড়েছে। তারা ধারণা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করতে সহযোগিতা করতে পারেন এবং একই সাথে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরো কঠোর করতে পারেন।
আরাঘচি পরামর্শ দেন যে দুই প্রতিকূল দেশের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ তহবিল মুক্ত করতে পারে।
সূত্র : আল জাজিরা