পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৮:৩১
পায়ে হেঁটে দুই ঘণ্টায় প্রায় দুই লাখ ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরেছে বলে এএফপিকে একজন কর্মকর্তা জানিয়েছেন।
গাজা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছে, সীমান্ত খুলে দেয়ার পর দুই ঘণ্টায় ২ লাখেরও বেশি মানুষ পায়ে হেঁটে উত্তর গাজায় প্রবেশ করেছে।
স্থানীয় সময় সকাল ৯টায় চেকপয়েন্টগুলো খুলে দেয়ার পর পায়ে হেঁটে প্রবেশের জন্য অনুমতি দেয়া হয়।
এএফপির সংবাদদাতা রুশদি আবু আলাউফের মতে, সীমান্ত খুলে দিলেও সেখানে গাড়ি প্রবেশে এখনো দেরি হচ্ছে।
বার্তা সংস্থাটি আরো জানিয়েছে যে গাজার সরকার বিশাল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের গাজার উত্তরে ফেরা সহজ করতে সাড়ে পাঁচ হাজারেরও বেশি লোক নিয়োগ দিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গাজা এবং এর উত্তরে ফিরে আসা বাস্তুচ্যুতদের জন্য প্রায় ১ লাখ ৩৫ হাজার তাঁবু নির্মাণ প্রয়োজন। কেন না সেখানকার ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো এখন আর থাকার উপযোগী নেই।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা