কানাডার সাবেক সৈনিককে মুক্তি দিলো তালেবান সরকার
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১৬:০৩
আফগানিস্তানের তালেবান সরকারের হাতে আটক হওয়া কানাডার এক সাবেক সৈনিক দুই মাসেরও বেশি সময় কারাগারে কাটানোর পর মুক্তি পেয়েছেন। কাতারের মধ্যস্থতায় এই মুক্তি সম্ভব হয়েছে বলে এএফপিকে জানিয়েছে একটি সূত্র।
কাতারের রাজধানী দোহা থেকে এএফপি আজ সোমবার জানায়, ডেভিড ল্যাভারি ২০২৪ সালের নভেম্বর মাসে কাবুলে তালেবান কর্তৃপক্ষের হাতে আটক হন। এর আগে ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহারের সময় আফগান নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি শিরোনামে আসেন।
একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, ‘ল্যাভারি আফগানিস্তান থেকে মুক্তি পেয়েছেন এবং বর্তমানে কাতারের দোহায় অবস্থান করছেন। কানাডা সরকারের অনুরোধে কাতারের মধ্যস্থতায় তার মুক্তি নিশ্চিত করা হয়েছে।’
সূত্রটি আরো জানায়, ‘কাতারের মধ্যস্থতাকারীরা কানাডার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সমন্বয় করেন এবং আফগানিস্তানে তাদের যোগাযোগ ব্যবহার করে একটি মেডিক্যাল দল কাবুলে পাঠান। তারা ল্যাভারির শারীরিক অবস্থা মূল্যায়ন করেন ও চিকিৎসা সেবা প্রদান করেন। একইসাথে ল্যাভারির সাথে তার পরিবারের যোগাযোগের সুযোগ করে দেয়া হয়।’
সূত্রটি জানায়, ‘আলোচনায় অগ্রগতির পর ল্যাভারি এখন দোহায় তার পরিবারের সাথে মিলিত হয়েছেন। সেখানে পৌঁছে তিনি মেডিক্যাল চেকআপ সম্পন্ন করেছেন।’
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বলেন, ‘আমি কাতারে ল্যাভারির নিরাপদ পৌঁছানোর বিষয়ে তার সাথে কথা বলেছি। তিনি সুস্থ রয়েছেন।’ তিনি কাতারকে এই মুক্তির জন্য ধন্যবাদ জানান।
২০২১ সালে ল্যাভারি প্রায় ১০০ জন আফগান নাগরিককে কাবুল থেকে সরিয়ে নিতে সহায়তা করেন। তিনি কানাডার সেনাবাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন এবং দেশটির বিশেষ বাহিনী ‘জয়েন্ট টাস্ক ফোর্স ২’-এর গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
সম্প্রতি তিনি কাবুলে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থা পরিচালনা করছিলেন বলে জানা গেছে। তালেবান সরকারের মাধ্যমে আরো দুই মার্কিন নাগরিকের মুক্তির পর ল্যাভারির মুক্তি দেয়া হলো। গত সপ্তাহে কাতারের মধ্যস্থতায় ওই মুক্তি নিশ্চিত হয়। যুক্তরাষ্ট্রে আটক এক আফগান যোদ্ধার বিনিময়ে তাদের মুক্তি দেয়া হয়।
২০২২ সালে আটক রায়ান করবেট ও উইলিয়াম ম্যাকেন্টিকে মুক্তি দিয়ে তালেবান সরকার খাল মোহাম্মদ নামক একজন আফগান যোদ্ধাকে ফিরিয়ে আনে, যিনি মার্কিন আদালতে মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।
তবে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় মোহাম্মদ ‘একজন আফগান যোদ্ধা’ ছিলেন উল্লেখ করে তাকে ‘আমেরিকার কারাগারে আটক রাখা হয়েছিল’ বলে জানায়।
তবে আরো দুই মার্কিন নাগরিক, সাবেক বিমান যন্ত্র প্রকৌশলী জর্জ গ্লেজম্যান এবং প্রাকৃতিককরণপ্রাপ্ত আমেরিকান মাহমুদ হাবিবি এখনো আফগানিস্তানে আটক আছেন বলে মনে করা হচ্ছে।
কাতার ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহারের আগ পর্যন্ত তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার কেন্দ্রীয় ভূমিকা রেখেছে এবং সাম্প্রতিক বছরগুলোতে আফগান সংলাপের আয়োজন করে আসছে। ২০২৪ সালের জুনে তালেবান কর্তৃপক্ষও এই সংলাপে যোগ দিয়েছিল।
সূত্র : এএফপি/বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা