২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর

লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর - ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘লেবানন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র সরকার ৭ অক্টোবর ২০২৩ সালের পরে আটক হওয়া লেবাননের বন্দীদের ফিরিয়ে আনার জন্য আলোচনা শুরু করবে।’

দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ইসরাইল সৈন্য প্রত্যাহারে নির্ধারিত সময়সীমা ৬০ দিনের থেকে আরো বেশি সময় চেয়েছিল।

এর আগে লেবাননের কর্তৃপক্ষ জানায়, রোববার দক্ষিণ লেবাননে সৈন্য প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর হাজার হাজার মানুষ তাদের বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করে। এ সময় সামরিক আদেশ অমান্য করার অভিযোগে ইসরাইলি বাহিনী গুলি চালায়। এতে ২২ জন নিহত হন।

মার্কিন-সমর্থিত লেবাননের সামরিক বাহিনী জানায়, ইসরাইলি বাহিনীর হাতে নিহতদের মধ্যে একজন লেবাননের সেনা সদস্যও রয়েছেন। সৈন্য প্রত্যাহারে ইসরাইল বিলম্ব করেছে বলেও অভিযোগ করে তারা।

সূত্র : রয়টার্স ও আনাদোলু অ্যাজেন্সি


আরো সংবাদ



premium cement