ইয়েহুদকে মুক্তি দেবে হামাস, গাজাবাসীদের উত্তরে ফিরে যাওয়ার অনুমতি ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ জানুয়ারি ২০২৫, ১০:২০, আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:২১
হামাস শুক্রবারের আগে ইসরাইলি পণবন্দী আরবেল ইয়েহুদসহ আরো দুই পণবন্দীকে হস্তান্তর করবে। এর বিনিময়ে ইসরাইল সোমবার সকাল থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যাওয়ার অনুমতি দেবে।
রোববার এক বিবৃতিতে মধ্যস্থতাকারী দেশ কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার নিশ্চিত করেন যে বেসামরিক নাগরিক আরবেল ইয়েহুদ, সৈনিক আগাম বার্গার ও আরেক পণবন্দীকে মুক্তি দেবে হামাস।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় জানান, ইসরাইল সোমবার সকাল থেকে গাজার উত্তরে বাস্তুচ্যুত গাজাবাসীদের বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেবে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন যে ইসরাইল চুক্তির কোনো লঙ্ঘন সহ্য করবে না। আমরা আমাদের জীবিত ও মৃত সকল পণবন্দীদের ফিরিয়ে আনার জন্য কাজ চালিয়ে যাব।’
কাতারের ঘোষণার পর, সোমবার ভোরে হামাস জানায়, গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্ত ইসরাইলি পণবন্দীদের তালিকা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য তারা মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করেছে।
হামাসের বিরুদ্ধে ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে ক্রসিং পয়েন্ট খুলতে অস্বীকৃতি জানানোর পর উত্তর গাজায় তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য কয়েক হাজার ফিলিস্তিনি দুই দিন ধরে রাস্তা অবরোধের মুখে অপেক্ষা করছেন।
সূত্র : রয়টার্স
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা