বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরে যেতে বাধা ইসরাইলের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২২, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৬
ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় শনিবার জানিয়েছে, ইসরাইলি পণবন্দী আরবেল ইয়াহুদকে মুক্তি না দেয়া পর্যন্ত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় প্রবেশাধিকার দেবে না ইসরাইল।
কার্যালয়টি এক বিবৃতিতে দাবি করে, ইসরাইলি পণবন্দী আরবেল ইয়েহুদকে মুক্ত করতে ব্যর্থ হওয়ার মাধ্যমে হামাস গাজা চুক্তি লঙ্ঘন করেছে।
নেতানিয়াহুর কার্যালয় বলে, ‘চুক্তি অনুসারে, বেসামরিক আরবেল ইয়েহুদের মুক্তির ব্যবস্থা না করা পর্যন্ত গাজা উপত্যকার উত্তরে গাজাবাসীদের প্রবেশাধিকার দেবে না ইসরাইল।’
ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার ভোরে চার নারী ইসরাইলি সৈন্যকে মুক্তি দেয় হামাস।
ইসরাইলি চ্যানেল ১২-এর তথ্যমতে, ইসরাইল হামাসের কাছ থেকে প্রমাণ চায় যে ইয়েহুদ বেঁচে আছেন এবং আগামী সপ্তাহে তাকে মুক্তি দেয়া হবে।
মিসরের রাষ্ট্র-অধিভুক্ত আল-কাহেরা নিউজ চ্যানেল বিষয়টি সম্পর্কে অবগত এক পরিচিত সূত্রের মাধ্যমে জানায়, ইয়েহুদ জীবিত আছেন এবং আগামী শনিবার তাকে মুক্তি দেয়া হবে।
সূত্রটি আরো জানায়, মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের জানানো হয় যে ওই ইসরাইলি পণবন্দী জীবিত আছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি