যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরাইলের বাধা দেয়ার অভিযোগ হামাসের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৩, আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১০:৪৬
হামাস শনিবার দাবি করেছে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরে ফিরে যেতে বাধা দেয়ার মাধ্যমে ইসরাইল বর্তমান যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়নে বিলম্ব করছে। তারা সতর্ক করে দিয়ে জানিয়েছে, এই ধরনের বিলম্ব চুক্তির পরবর্তী পর্যায়ে ‘প্রতিক্রিয়া’ বয়ে আনতে পারে।
হামাস এক বিবৃতিতে বলে, ‘ইসরাইল (উপকূলীয়) আল-রশিদ স্ট্রিট বন্ধ রেখে এবং দক্ষিণ থেকে উত্তরে (গাজা উপত্যকা) বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরে আসতে বাধা দেয়ার মাধ্যমে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তির শর্তাবলী বাস্তবায়নে বাধা দিচ্ছে।’
হামাস আরো বলে, ‘চুক্তি বাস্তবায়নে যেকোনো বিলম্ব এবং পরবর্তী পর্যায়ে এর প্রভাবের জন্য আমরা ইসরাইলকে দায়ী করি।’
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে দাবি করেছে, ইসরাইলি বন্দী আরবেল ইয়েহুদকে মুক্ত করতে ব্যর্থ হওয়ায় হামাস গাজা চুক্তি লঙ্ঘন করেছে।
নেতানিয়াহুর কার্যালয় বলে, ‘চুক্তি অনুসারে, বেসামরিক আরবেল ইয়েহুদকে আজ মুক্তি দেয়ার কথা ছিল। তার মুক্তির ব্যবস্থা না করা পর্যন্ত ইসরাইল গাজার উত্তরে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার দেবে না।’
উল্লেখ্য, ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার ভোরে ২০০ ফিলিস্তিনির বিনিময়ে হামাস চার মহিলা ইসরাইলি সৈন্যকে মুক্তি দেয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি ও টিআরটি ওয়ার্ল্ড