আল-আকসায় ৫০ হাজার ফিলিস্তিনির জুমার নামাজ আদায়
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৫০
ইসরাইলের কঠোর বিধিনিষেধের মধ্যেও গতকাল (শুক্রবার) ফিলিস্তিনের আল-আকসা মসজিদে ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা। এছাড়া আরো কিছু বিধিনিষেধ আরোপ করেছিল ইসরাইল।
জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ এবং আল-আকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে ৫০ হাজারের মতো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে শরিক হয়েছেন।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরাইলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে বিশেষ করে দামেস্ক এবং লায়ন্স গেটে তাদের উপস্থিতি জোরদার করেছে। তারা গতকাল অনেক মুসল্লিকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে। যুবকদেরকে মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেয়া হয়নি। এমন বিধিনিষেধের কারণে কিছু মুসল্লি আল-আকসা মসজিদের কাছের রাস্তায় জুমার নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন।
ইসরাইলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে। সামরিক চেকপয়েন্ট অতিক্রম করার জন্য বিশেষ অনুমতিপত্র দেখাতে না পারলে কাউকে সেখানে যেতে দেয়া হয়নি।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরাইলিরা। একই সাথে সেখানে অসংখ্য চেকপয়েন্ট ও গেট বসানো হয়েছে।
সূত্র : পার্সটুডে