আজো ৪ ইসরাইলিকে মুক্তি দিচ্ছে হামাস
- নয়া দিগন্ত অনলাইন
- ২৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫০, আপডেট: ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:১৬
গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ শনিবার বিকেলে চার ইসরাইলি বন্দীকে মুক্তি দেবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মুক্তিপ্রাপ্তরা হলেন কারিনা আরিয়েভ, লিরি আলবাগ, নামা লেভি এবং গাই গিলবোয়া-দালাল। হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা এই তথ্য জানিয়েছে।
ইসরাইলি গণমাধ্যম ইয়েদিওথ আহরনথ জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের তিনজন নারী ও একজন পুরুষ। তাদেরকে শনিবার বিকেলে ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করা হবে। তারা ইসরাইলি বাহিনীর কাছে মুক্তিপ্রাপ্তদের পৌঁছিয়ে দেবে।
ইসরাইল আশা করছে যে আজকে হামাস তাদের কাছে জীবিত ও মৃত উভয় শ্রেণির বন্দীদের সম্পূর্ণ তালিকা হস্তান্তর করবে। ইসরাইলি বাহিনীর অনুমান অনুসারে, ৩৩ জন বন্দীর মধ্যে কমপক্ষে ২৫ জন এখনো বেঁচে আছেন।
আজ ইসরাইলও যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অনেক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে।
গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ছয় সপ্তাহের পর্যায় ১৯ জানুয়ারি কার্যকর হয়, যার ফলে গাজা উপত্যকায় ইসরাইল যুদ্ধ স্থগিত করে।
তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে বন্দী বিনিময় এবং টেকসই শান্তি অন্তর্ভুক্ত রয়েছে, যার লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি দখলদার বাহিনী প্রত্যাহার করা।
সূত্র : মিডল ইস্ট মনিটর