ইসরাইলি হামলায় পশ্চিমতীরে ২ হামাস যোদ্ধা নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ জানুয়ারি ২০২৫, ১৪:২৫
ইসরাইলি হামলায় পশ্চিমতীরে দুই হামাস যোদ্ধা নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় পশ্চিমতীরের বুরকিন এলাকায় তাদের হত্যা করা হয়। হামাসের সামরিক শাখা এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিহত দুই হামাস যোদ্ধা হলেন কুতায়বা আল সালাবি (৩০) এবং মোহাম্মাদ নাজেল (২৫)। তারা উভয়ে হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের সদস্য ছিলেন।
বিবৃতিতে হামাস জানিয়েছে, গতকাল সন্ধ্যায় বুরকিন শহরে একটি বাড়িতে দুই হামাস যোদ্ধাকে ঘেরাও করে ইসরাইলি বাহিনী। এরপর তারা শত্রু বাহিনীর সাথে বীরত্বপূর্ণ সঙ্ঘাতে লিপ্ত হন। এ সময় ইসরাইলি বাহিনীর হামলায় তারা উভয়ে নিহত হন।
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের লাশ এখনো ইসরাইলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।
মঙ্গলবার থেকে জেনিন শিবিরে ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা