২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি - ছবি : সংগৃহীত

সীমান্ত অতিক্রম করে ইসরাইলে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের করা আক্রমণ প্রতিহত করতে না পারার দায়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান হারজি হালেভি।

আগামী ৬ মার্চ থেকে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) ঘোষণা দিয়েছেন।

ইসরাইলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দিনের ওই ঘটনার পর হালভি পদত্যাগ করবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছিল। কিন্তু তিনি বলেন, তিনি ৭ অক্টোবরের ঘটনায় ইসরাইল
প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তদন্ত সম্পন্ন করবেন এবং নিরাপত্তা চ্যালেঞ্জের জন্য আইডিএফের প্রস্তুতি জোরদার করবেন।

তবে কে তার স্থলাভিষিক্ত হচ্ছেন তা এখনো জানা যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে ওই হামলা চালিয়েছিল হামাস। এতে নিহত হন ১২ শতাধিক ইসরাইলি এবং পণবন্দী করা হয় ২৫০ জনকে।

ওই ঘটনায় ইসরাইলি জনগণ ক্ষুব্ধ হলেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ বিষয়ে তার সরকারের দায়বদ্ধতা নিয়ে রাষ্ট্রীয় তদন্তের কথা জানান।

ইসরাইলি সেনাপ্রধান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের কাছে লেখা পদত্যাগপত্রে লিখেছেন, ‘গত ৭ অক্টোবর সকালে আমার অধীনে থাকা বাহিনী হামাসের আক্রমণ থেকে আমাদের নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’

‘ওই ভয়াবহ ব্যর্থতার দায় আমার উপর প্রতিদিন, ঘণ্টার পর ঘণ্টা, এবং আমার বাকি জীবন ধরে তা বয়ে থাকবে,’ বলেন চার দশকের অভিজ্ঞ সামরিক ব্যক্তি হালেভি।

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে, হালেভি একটি গভীর ও স্বচ্ছ তদন্তের প্রতিশ্রুতি দেন। বলেন, এর বিস্তারিত তথ্য প্রতিরক্ষা মন্ত্রীর কাছে এবং যতটা সম্ভব জনসাধারণের কাছে উপস্থাপন করা হবে।

সূত্র : রয়টার্স


আরো সংবাদ



premium cement
সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ

সকল