২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

গাজা যুদ্ধ : সদ্যোজাত ২১৪ শিশুকে হত্যা করেছে ইসরাইল

- ছবি : সংগৃহীত

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর সামরিক অভিযান শুরু করে ইসরাইল। এই সময়ের মধ্যে জন্ম নেয়া ২১৪ শিশুকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এছাড়া অপুষ্টির কারণে আরো ৪৪ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

গাজার সরকারি মিডিয়া অফিসের উল্লেখিত পরিসংখ্যানে বলা হয়, ইসরাইলি বাহিনী দুই হাজার ৯২ ফিলিস্তিনি পরিবারের সকল সদস্যকে হত্যা করেছে। এক হাজার ১১৫ মেডিক্যাল স্টাফ, ৯৪ সিভিল ডিফেন্স কর্মচারী ও ২০৫ সাংবাদিক ইসরাইলি বাহিনীর হাতে নিহত হয়েছে। এছাড়া সাত শিশুসহ আটজন তাদের তাঁবুতে প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় মারা গেছে। নিহতদের ৭০ শতাংশই শিশু ও নারী।

পরিসংখ্যানে আরো বলা হয়, গাজায় ইসরাইলি হামলায় অঙ্গহানি হয়েছে প্রায় সাড়ে চার হাজার ফিলিস্তিনির, যাদের ১৮ ভাগ শিশু। এছাড়া অপুষ্টি ও খাদ্যের অভাবে সাড়ে তিন হাজার শিশু মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। ১২ হাজার ৭০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে। সাড়ে ১২ হাজার ক্যান্সার রোগী মৃত্যু ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন রোগে আক্রান্ত তিন হাজার রোগীর বিদেশে চিকিৎসা প্রয়োজন। স্বাস্থ্যসেবার অভাবে ৬০ হাজার গর্ভবতী নারী ঝুঁকির মধ্যে রয়েছেন।

গাজার মিডিয়া অফিস জানায়, স্থানচ্যুতির কারণে সংক্রামক রোগে ২১ লাখ ৩৬ হাজার ২৬ জন এবং হেপাটাইটিস বি-তে ৭১ হাজার ৩৩৮ জন আক্রান্ত হয়েছে। ওষুধ প্রবেশে ইসরাইলি বাহিনী বাধা দেয়ায় সাড়ে তিন লাখ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ঝুঁকির মধ্যে রয়েছে।

ইসরাইলি হামলায় গাজার ৮৮ ভাগ ধ্বংস হয়েছে এবং প্রাথমিক প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ ৩৮ বিলিয়ন ডলার বলে জানিয়েছে মিডিয়া অফিস।


আরো সংবাদ



premium cement
সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ চ্যাম্পিয়নস লিগে অবিশ্বাস্য রাত, মহানাটকীয় ম্যাচে বার্সার জয় মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব? হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ

সকল