গাজা-লেবাননে আরো যুদ্ধ করতে চায় ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জানুয়ারি ২০২৫, ১৯:৫৮
ইসরাইলের সেনাপ্রধান বলেছেন তারা গাজা, পশ্চিম তীর ও লেবাননে আরো যুদ্ধ চালিয়ে যেতে চান। এজন্য তিনি তার বাহিনীকে নির্দেশনা দিয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে পনের মাস যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এমন কথা বললেন ইসরাইলি সেনাপ্রধান হারজি হালেভি।
এক বিবৃতিতে তিনি বলেন, “গাজা উপত্যকায় তীব্র প্রতিরক্ষা প্রস্তুতির পাশাপাশি, আমাদের নাগরিকদের কাছে পৌঁছানোর আগেই ‘সন্ত্রাসীদেরকে’ আটকাতে এবং ধরার জন্য আগামী দিনে জুদিয়া ও সামারিয়াতে গুরুত্বপূর্ণ অভিযানের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।”
জুদিয়া ও সামারিয়া হলো পশ্চিম তীরের একটি অধিকৃত এলাকা।
তিনি গাজা উপত্যকা ও লেবাননে যুদ্ধ চালিয়ে যেতে একটি পরিকল্পনা প্রণয়নেরও জন্যও তার বাহিনীকে নির্দেশনা দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা