২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় প্রবেশ করল ৫৫২ ত্রাণবাহী ট্রাক

যুদ্ধবিরতির প্রথম দিনে গাজায় প্রবেশ করল ৫৫২ ত্রাণবাহী ট্রাক - ছবি : আনাদোলু এজেন্সি

যুদ্ধবিরতির প্রথম দিনে গাজা উপত্যকায় প্রবেশ করেছে ৫৫২টি ত্রাণবাহী ট্রাক। রোববার সকালে ট্রাকগুলো আল আউজা ও কেরেম শালোমের (দক্ষিণ) ইসরাইল-নিয়ন্ত্রিত ক্রসিং দিয়ে প্রবেশ করেছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, এই চালানে জ্বালানি, চিকিৎসা ও খাদ্যসামগ্রী, শাকসবজি ও ফল-মূল অন্তর্ভুক্ত ছিল।

সূত্রটি আরো জানিয়েছে যে গাজার জনগণের চাহিদা মেটাতে আরো মানবিক সাহায্য প্রবেশ সহজতর করার জন্য প্রচেষ্টা চলছে।

আল-কাহেরা নিউজ চ্যানেল জানিয়েছে, ২০টি জ্বালানি ট্রাকসহ ৩৩০টি ত্রাণ ট্রাক আল-আউজা এবং কেরেম শালোমের (দক্ষিণ) ইসরাইল-নিয়ন্ত্রিত ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করেছে।

উল্লেখ্য, রোববার তিন ঘণ্টা বিলম্বে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। হামাস প্রথম দফায় তিন বন্দীকে মুক্তি দেয়ার ঘোষণার পরই এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

হামাসের নাম প্রকাশের বিলম্বের মধ্যেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। পরে হামাস ইসরাইলের তিনজন নারী বন্দীর নাম প্রকাশ করেছে। যাদের যুদ্ধবিরতির চুক্তির আওতায় প্রথম ধাপে মুক্তি দেয়া হবে। টেলিগ্রামে এক পোস্টে তারা এসব নাম প্রকাশ করে। এরা হলেন রোমি গোনেন, এমিলি দামারি ও ডরন স্টেইনব্রেচার।

এর কিছুক্ষণ পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গাজার স্থানীয় সময় সকাল সোয়া ১১টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয়।

এর আগে স্থানীয় সময় সকাল ৮টা ৩০মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু হামাস বন্দীদের নাম প্রকাশে দেরি করার কারণে যুদ্ধবিরতি পিছিয়ে যায়।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement
রংপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালে মেশিনপত্র কেনা হয় চায়না থেকে, বিল নেয়া হয় জার্মানির দামে ট্রাম্পের ক্ষমতাগ্রহণ নিয়ে আওয়ামী লীগের উচ্ছ্বাস কতটা বাস্তবিক? চৌগাছায় আওয়ামী লীগ নেতার দখল থেকে ৪৩ বিঘা জমি উদ্ধার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পুনঃপ্রকাশের দাবি শিক্ষার্থীদের নেতাকর্মীদের জিয়ার মতো বই পড়ার পরামর্শ দিলেন রিজভী ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতির বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান পথ শিশুদের মাঝে ছাত্রদলের স্কুল সামগ্রী বিতরণ অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের নবাবগঞ্জে ডোবা থেকে লাশ উদ্ধার বদনাম হয় এমন লোক দলে আনা যাবে না : নজরুল ইসলাম খান

সকল