১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

ইসরাইলি হামলার কারণেই বন্দীদের তালিকা তৈরি করতে পারেনি হামাস

আজ সকালে গাজায় ইসরাইলি হামলার দৃশ্য - ছবি : রয়টার্স

‘হামাসের পক্ষ থেকে গাজায় বন্দী ইসরাইলিদের তালিকা না দেয়ায় যুদ্ধবিরতির চুক্তি স্থগিত করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অথচ ইসরাইলি হামলার কারণেই বন্দীদের ওই তালিকা তৈরি করতে পারেনি হামাস।’

দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তামের কারমাউত আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন।

হামাসের কর্মপন্থাকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা তো যুদ্ধবিরতির জন্য বিভিন্ন পদ্ধতির কথা বলছি। তাই হামাস বাকি বন্দীদের অবস্থান নিশ্চিত করতে পারে না। কেউই তো নিজেদের শেষ কার্ডগুলো হাতছাড়া করতে চায় না। এটি স্বাভাবিক বিষয়। বিশেষ করে, এখনো যেহেতু ইসরাইল গাজার ভেতরেই অবস্থান করছে এবং গাজার অনেক অংশ এখনো তাদেরই নিয়ন্ত্রণে রয়েছে, সেজন্য এই বিষয়টি নিশ্চিত করা হামাসের জন্য কঠিন ও অনুচিতও বটে।

হামাসের সফলতার প্রশংসা করে কারমাউত বলেন, হামাস বিচক্ষণতার কারণে যুদ্ধের এ দীর্ঘ সময় ইসরাইলি বন্দীদের অবস্থান গোপন রাখতে সক্ষম হয়েছে।

এই বিশ্লেষক আরো বলেন, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে। বন্দীদের কেউ বেঁচে আছে। কেউ গেছে মরে। সেজন্য বাঁচা ও মৃত্যুর তথ্যটি লুকিয়ে রাখাও বিশেষ গুরুত্ব রাখে।

কারমাউত বলেন যে কাতারে হামাসের আলোচনাকারী দল গত দুই দিন ধরে ইসরাইলকে তাদের অভিযান বন্ধ রাখার দাবি জানিয়েছিল। যেন হামাস বন্দীদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে এবং বন্দীদের একটি তালিকাও প্রস্তুত করতে পারে। কিন্তু ইসরাইল তাদেরকে ওই তালিকা প্রস্তুতে সহযোগিতা করেনি।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় পাওনা টাকা চাওয়ায় মারধরে নারী নিহত, গ্রেফতার ১ কবি নজরুলের নাতি বাবুল কাজী আর নেই ভারত চিঠির জবাব না দিলেও হাসিনার বিচার নিজস্ব গতিতে চলবে : চিফ প্রসিকিউটর দল হিসেবে খেললে অধিনায়কত্ব করা সহজ : সোহান ‘রাজনৈতিক প্রভাব ও সরকারের হস্তক্ষেপে গণমাধ্যমগুলো সঠিক পথে চলতে পারেনি’ মুলতানে ইতিহাস গড়ে জিতল পাকিস্তান ইলিশের দাম মানুষের নাগালে আনতে চেষ্টা করছি : উপদেষ্টা জুলাই বিপ্লবে আহত ১৮ ছাত্র-জনতাকে আর্থিক সহযোগিতা বিজিবির পাঁচ কার্যদিবস পর সূচকের উত্থান দেখল পুঁজিবাজার কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথে বিএনপি প্রতিনিধি দলের সাক্ষাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রা‌কি‌বের স্ত্রীর কোলজুড়ে এলো ফুটফুটে শিশু

সকল