১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাবে ২৯৬ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাবে ২৯৬ ফিলিস্তিনি - ছবি : রয়টার্স

যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২৯৬ ফিলিস্তিনি। গাজা-ভিত্তিক প্রিজনার্স মিডিয়া অফিসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

সূত্রটি জানিয়েছে, মুক্তির জন্য নির্ধারিত যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই ফাতাহ আন্দোলনের সদস্য। তাদের মধ্যে কয়েকজন তিন দশকেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছে। তবে ‘ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীটির’ সকল বন্দীকে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হতে যাচ্ছে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তি। তা তিন ধাপে কার্যকর হবে।

প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ বন্দীর মুক্তির পরিবর্তে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেয়া হবে। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী আরো পূর্ব দিকে সরে যাবে। এল ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়া ত্রাণবাহিনী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে।

চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং ‘টেকসই শান্তির’ জন্য ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি।

তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। এর জন্য অনকে বছর লেগে যেতে পারে। তবে হামাসের হাতে আর কেউ বন্দী থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement