গাজায় যুদ্ধবিরতি : নেতানিয়াহুকে যে হুঁশিয়ারি দিলেন এরদোগান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৯:৫৯
ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভ্যাস আছে উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, এবার যদি ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির কোনো ধরনের লঙ্ঘন করে, তাহলে তা মেনে নেয়া হবে না।
তিনি আরো বলেন, ইসরাইল আমাদের গাজার ভাই-বোনদের উপর দীর্ঘ ১৫ মাস আগ্রাসন চালিয়েছে। কিন্তু এতো এতো মেসাকার চালানোর পরও তাদের প্রতিরোধ ব্যুহ দখলদার বাহিনী ভাঙতে পারেনি। এক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।
আগামীকাল থেকে কার্যকর হতে যাচ্ছে ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তি। তা তিন ধাপে কার্যকর হবে। প্রথম ধাপে হামাসের হাতে আটক ৩৩ বন্দীর মুক্তির পরিবর্তে ইসরাইলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের অনেককে ছেড়ে দেয়া হবে। গাজার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলো থেকে ইসরাইলি বাহিনী আরো পূর্ব দিকে সরে যাবে। এল ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরতে পারবেন। এছাড়া ত্রাণবাহিনী শত শত ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের সুযোগ পাবে।
চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনায় স্থান পাবে বাকি বন্দীদের মুক্তি এবং ‘টেকসই শান্তির’ জন্য ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি।
তৃতীয় ও চূড়ান্ত ধাপে আসবে গাজার পুনর্গঠন। এর জন্য অনকে বছর লেগে যেতে পারে। তবে হামাসের হাতে আর কেউ বন্দী থাকলে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় আসবে এই ধাপে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি বলেন, চুক্তির বিষয়গুলো চূড়ান্ত করার পর কয়েকদিনের মধ্যেই এটি সবিস্তারে জানানো হবে।
তিনি আরো জানান, কাতার, যুক্তরাষ্ট্র ও মিসর এই চুক্তি করার বিষয়ে সহায়তা করেছে এবং তারা ইসরাইল ও হামাস যেন চুক্তির সব শর্ত মেনে চলে, সেজন্যও তারা সচেষ্ট থাকবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা