গাজায় শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চালাবে ইসরাইল?
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৩৪
গাজায় ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি। ৪৬৮ দিন ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের জনগণ ইসরাইলের অব্যাহতভাবে চালানো বোমা হামলা থেকে এবার কিছুটা স্বস্তি পাবে।
কিন্তু ইসরাইলের সেনাবাহিনীর আক্রমণ চালিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনটাই বলছেন কাতার বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পকের অধ্যাপক হাসান বারারি।
তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেন, ‘এ রকম আমরা আগেও দেখেছি। ইসরাইলি সরকারের একটি অংশ ফিলিস্তিনিদের শাস্তি দিতে চায়।’
তবে হাসান বারারি আশা করছেন যে রোববার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলে প্রথম সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি সুষ্ঠুভাবে মানা হবে।
এর কারণ হিসেবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাই বেনিয়ামিন নেতানিয়াহু অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ডোনাল্ড ট্রাম্পের ‘মুহূর্তটিকে নষ্ট করতে’ চান না।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা