আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে সিরিয়ার নতুন নেতার সাক্ষাৎ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সাথে দেখা করতে এবং সিরিয়ায় সংঘটিত অভিযুক্ত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করতে সেখানে একটি অঘোষিত সফর করেছেন।
তিনি শুক্রবার আল-শারা ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে দেশটির ১৩ বছরের যুদ্ধের শিকারদের জন্য আইসিসিতে ন্যায়বিচারের বিকল্পগুলো নিয়ে আলোচনা করেন।
করিম খানের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে তিনি ’সিরিয়ার অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে দামেস্ক ভ্রমণ করেছেন।’
এতে বলা হয়েছে, এই সফরের লক্ষ্য ছিল ’দেশে সংঘটিত অভিযুক্ত অপরাধের জবাবদিহিতার জন্য সিরিয়ার কর্তৃপক্ষের প্রচেষ্টাকে সমর্থন করে অফিস কিভাবে তার অংশীদারিত্ব দিতে পারে’ তা নিয়ে আলোচনা করা।
১২৫টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত আইসিসি হলো বিশ্বের স্থায়ী আদালত যেখানে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা হয়।
সূত্র : আল জাজিরা