গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ নিশ্চিত, তবে...
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮
ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যালন লিয়েল বলেছেন, ইসরাইলি মন্ত্রী পরিষদ গাজায় যুদ্ধবিরতির পক্ষেই মত দেবে। অবশ্য এতে অতি ডানপন্থী দলগুলোর পক্ষ থেকে নেতানিয়াহুর জোট ত্যাগের হুঁশিয়ারি রয়েছে। তবুও মন্ত্রীসভা তাতে সায় দেবে বলে মনে হয় না।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে লিয়েল বলেন, ক্যাবিনেটে নেতানিয়াহুর উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেজন্য বলা যায় যে যুদ্ধবিরতির প্রথম ধাপের নিশ্চয়তা রয়েছে।
তিনি আরো বলেন, তবে চুক্তির বিষয়ে নেতানিয়াহুর দ্বিধা তার জোটের সম্ভাব্য দুর্বলতা নিয়ে তার উদ্বেগকে প্রতিফলিত করে।
ইসরাইলের সাবেক এই কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যখন অতি ডানপন্থী নেতা বেন গভির ও স্মোট্রিচকে এড়িয়ে মন্ত্রীপরিষদকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন তিনি সংসদের মধ্যপন্থীদের উপর আরো ভর করতে পারবেন।
এ সময় তিনি আরো বলেন, আগামী ৪২ দিনের মধ্যে বুঝা যাবে যে নেতানিয়াহুর জোট কোন দিকে অগ্রসর হবে?
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা