গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা প্রবেশের অনুমতি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬
ইসরাইল ও হামাস বুধবার গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তিতে সম্মত হয়েছে। এ চুক্তি অনুযায়ী গাজা উপত্যকায় প্রত্যেক দিন ৬০০ ট্রাক মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজা উপত্যকা চিকিৎসা সরঞ্জাম ও খাদ্যসামগ্রীসহ ব্যাপক মানবিক সহায়তার তীব্র সঙ্কটে রয়েছে। গাজাবাসী বিশ্বাস করে, ইসরাইল যদি সেখানে মানবিক সরবরাহের সঠিক ও নিঃশর্ত প্রবাহের অনুমতি দেয়, তাহলে তা বেসামরিক নাগরিকদের পুনরুদ্ধার কাজে সাহায্য করবে।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, ফিলিস্তিনের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করার জন্য এবং গত এক বছর ধরে উচ্চ খাদ্য নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে যাওয়া পরিবারগুলোকে ত্রাণ দেয়ার জন্য গাজা উপত্যকায় প্রতিদিন কমপক্ষে এক হাজার ট্রাক মানবিক সহায়তার প্রয়োজন।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা