ইসরাইল সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ : হামাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:৫২
ইসরাইল এ অঞ্চলে তাদের সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন যুদ্ধবিরতি নিয়ে হামাস প্রতিনিধি দলে নেতৃত্ব দেয়া দলটির সিনিয়র নেতা খলিল আল হাইয়া।
বুধবার (১৫ জানুয়ারি) ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে দেয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, যুদ্ধের সময় গাজায় দুর্ভোগের জন্য ইসরাইলকে ‘মাফ করবে না’ হামাস।
খলিল আল হায়া বলেন, ‘সকল ভুক্তভোগী, প্রতিটি রক্তের ফোঁটা, দুঃখ ও নিপীড়নের প্রতিটি অশ্রুর পক্ষে আমরা বলি, আমরা ভুলব না এবং আমরা ক্ষমা করব না।’
তিনি আরো বলেন, ফিলিস্তিনি জনগণের ‘প্রতিরোধের’ ফসল এই চুক্তি।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর পর এই সহিংসতার শুরু। হামাস যোদ্ধারা প্রায় ১২০০ ইসরাইলিকে হত্যা এবং ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায়।
এরপর ইসরাইল গাজায় ব্যাপক হামলা শুরু করে। তাদের হামলায় এ পর্যন্ত ৪৬ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তির মৃত্যু হয়েছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
তাদের ২৩ লাখ জনগোষ্ঠির বেশিরভাগই এই যুদ্ধে আশ্রয় হারিয়েছে। গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ ও নিরাপদ আশ্রয়ের গভীর সঙ্কট তৈরি হয়েছে।
এদিকে ইসরাইলের দাবি, হামাসের হাতে এখনো তাদের ৯৪ জন নাগরিক বন্দী আছেন। এদের মধ্যে ৬০ জন এখনো জীবিত এবং ৩৪ জন মৃত বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা