১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

যুদ্ধবিরতির খবরে গাজার রাস্তায় ফিলিস্তিনিদের উল্লাস

যুদ্ধবিরতির খবরে গাজার রাস্তায় ফিলিস্তিনিদের উল্লাস - সংগৃহীত

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তির চুক্তি স্বাক্ষরিত হওয়ার খবরে বুধবার বিধ্বস্ত গাজা উপত্যকার হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে উদযাপন করেছেন।

যুদ্ধবিরতির খবরে গাজার দেইর এল-বালাহ ও খান ইউনিসসহ অবরুদ্ধ গাজাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এ সময় হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় নেমে আসেন। তারা শান্তির চিহ্ন এবং ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উল্লাস করেন।

বুধবার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল-থানি দোহায় এক সংবাদ সম্মেলনে এই চুক্তির ঘোষণা দেন। চুক্তিটি ১৯ জানুয়ারি থেকে কার্যকর হবে।

এতে বলা হয়েছে, যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ইসরাইলি পণবন্দী ও ফিলিস্তিনি বন্দীদের বিনিময় এবং স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের লক্ষ্যে ’শান্তি’ ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণ অঞ্চলে হামাসের হামলার পর থেকে গাজার ওপর ইসরাইলের ৪৬৭ দিন ধরে চলা যুদ্ধে ৪৬ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে বেশিভাগ নারী ও শিশু। যুদ্ধের সময় অবরুদ্ধ গাজায় আরো এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়াও হাজার হাজার মানুষ গাজার ধ্বংসস্তূপের নিচে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে গাজার ফিলিস্তিনিরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সাংবাদিক বায়ান আবুসুলতান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই দিনটি দেখতে পাব। ভেবেছিলাম আমি পারব না।’

লেখক জেহাদ আবুসালিম বিশ্বজুড়ে যারা ইসরাইলের ওপর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য চাপ প্রয়োগে কাজ করেছেন তাদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘যারা চেষ্টার কোনো ত্রুটি রাখেননি এবং যারা এই নিষ্ঠুর দুনিয়ার সামনে সত্য কথা বলেছেন, যারা গাজায় আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং গণহত্যার বিষয়টি আড়ালে থাকতে দেননি, গণহত্যা বন্ধের জন্য চাপ তৈরিতে অবদান রেখেছেন, তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

সূত্র : মিডল ইস্ট আই


আরো সংবাদ



premium cement
সাবেক এমপি জিল্লুল হাকিম-গোলন্দাজ পরিবারের নামে দুদকের মামলা ‘জালিমরা যেন আর দেশে ফিরে আসতে না পারে’ প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি সবাই ঐক্যবদ্ধ না থাকলে ৫ আগস্টের অবমাননা হবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট জুলাই অভ্যুত্থানের ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করল শহীদ মুগ্ধর পরিবার এবার ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে পারে ইসলামী দলগুলো : মামুনুল হক আশুলিয়ায় ছাত্র আন্দোলনে হত্যার মামলায় ৪ আ’লীগ নেতা গ্রেফতার বিজিবি বাধা দিলেও বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার সিদ্ধান্ত ভারতের মেঘনায় বিশেষ অভিযানে ১৫ বেহুন্দি জাল জব্দ

সকল