ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২৫, ১৮:১৩
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর গত বছর ভয়াবহ দু’টি হামলা করা হয়েছে। এ হামলায় তিনি ইরানের সম্পৃক্ততার অভিযোগ করেছিলেন। তার ওই অভিযোগকে বরাবরই অস্বীকার করে এসেছে ইরান। সম্প্রতি মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে পুনরায় নিজের দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মঙ্গলবার দেয়া ওই সাক্ষাৎকারে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। সেজন্য ট্রাম্পকে যুদ্ধে না জড়ানোর বিষয়ে তিনি হুঁশিয়ার করেন।
ইরানি মধ্যপন্থী এই প্রেসিডেন্টের সাক্ষাৎকার ট্রাম্পের শপথ গ্রহণের এক সপ্তাহেরও কম সময় আগে প্রচারিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেছিলেন।
পেজেশকিয়ান এনবিসিকে বলেছিলেন, আমরা এই ধরনের কোনো পরিকল্পনা (ট্রাম্পকে হত্যার চেষ্টা) আগেও করিনি। ভবিষ্যতেও করব না।
গত নভেম্বরে মার্কিন বিচার বিভাগ রিপাবলিকান এই নেতাকে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে ইরানি বিপ্লবী গার্ড কর্পসের সাথে সম্পৃক্ততার অভিযোগে এক ইরানিকে শাস্তি দিয়েছিল। যেকোনো আক্রমণ চালানোর আগেই আইন প্রয়োগকারী সংস্থা কথিত পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।
গত বছর মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন যে তাকে হত্যার চেষ্টার পেছনে ইরান থাকতে পারে।
সূত্র : আল জাজিরা