১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা

যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা - ছবি : রয়টার্স

যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

ব্রিফিংয়ে মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল অবরুদ্ধ গাজার উপর বোমা হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় তারা হামলা চালিয়ে অন্তত ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এতে নিহতের সংখ্যা ৪৬ হাজার ৬৪৫ জন থেকে ৪৬ হাজার ৭০৭ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ২৫৩ জন আহত হয়েছে। এতে আহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ১০ হাজার ১২ জন থেকে ১ লাখ ১০ হাজার ২৬৫ জনে উপনীত হয়েছে।

এদিকে, গাজা যুদ্ধের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তির জন্য আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। খুব শিগগির একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।

দোহা থেকে এএফপি জানায়, কাতার, মিসর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার সময় আটক বন্দী মুক্তির জন্য যুদ্ধবিরতি মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ও মঙ্গলবার রাতে জানিয়েছে যে চুক্তিটি নিয়ে আলোচনা করার জন্য শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাথে তিনি একটি বৈঠকে যোগ দিয়েছেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement