১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়

বিধ্বস্ত ফিলিস্তিনের একটি চিত্র - ছবি : বাসস

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা এই এলাকায় হামলা চালিয়েছে।

ফিলিস্তিনির জেনিন এলাকা থেকে এএফপি জানায়, রামাল্লা-ভিত্তিক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় ছয়জন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে।’

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘জেনিন এলাকায় একটি হামলা’ চালিয়েছে। তবে এ সম্পর্কিত বিস্তারিত আর কিছু জানায়নি।

ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে যে নিহতদের মধ্যে মাহমুদ আশরাফ মুস্তফা ঘারবিয়া নামে ১৫ বছর বয়সী এক কিশোরও রয়েছে।

রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনী ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব এক বিবৃতিতে বলেন, ‘পূর্বপরিকল্পিত হস্তক্ষেপ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার এবং জীবনযাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। এটি আমাদের জনগণকে রক্ষা করার লক্ষ্যে প্রতিটি জাতীয় প্রচেষ্টাকে ব্যাহত করার দখলদারদের পূর্বপরিকল্পিত উদ্দেশ্যকে প্রতিফলিত করে।’

ইসরাইলি বাহিনী পশ্চিমতীরের ফিলিস্তিনির শহর ও গ্রামে ঘন ঘন অভিযান চালিয়ে আসছে। ১৯৬৭ সাল থেকে ইসরাইল অঞ্চলটি দখল করে রেখেছে। ৭ অক্টোবর ২০২৩ তারিখে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে সহিংসতা বেড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি সেনা বা বসতি স্থাপনকারীরা পশ্চিমতীরে কমপক্ষে ৮৩১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে।

ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে, একই সময়ের মধ্যে ফিলিস্তিনিদের হামলা বা ইসরাইলি সামরিক অভিযানে কমপক্ষে ২৮ জন ইসরাইলি নিহত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
চাঁদপুরে ডাকাতিয়া নদীতে মিলল নিখোঁজ বৃদ্ধের লাশ টিউলিপের পদ্যতাগ : এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী নবাবগঞ্জে অপহরণের তিন ঘণ্টা পর স্কুলছাত্র উদ্ধার, গ্রেফতার ৫ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’

সকল