গাজার পুরো শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরাইল : মালালা
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১৮:১১
ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার পুরো শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।
রোববার (১২ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মালালা ইউসুফজাই বলেছেন যে তিনি গাজায় ইসরাইলের আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখবেন।
পাকিস্তান আয়োজিত এবং বেশ কিছু দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মুসলিম দেশগুলিতে নারী শিক্ষা বিষয়ক এক শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গাজায় ইসরাইল সমগ্র শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেন।
মালালা বলেন, ‘ইসরাইলি বাহিনী গাজার সমস্ত বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা চালিয়েছে। তারা ৯০ শতাংশেরও বেশি স্কুল ধ্বংস করেছে। এছাড়া স্কুল ভবনে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের উপরও তারা নির্বিচারে আক্রমণ করেছে।’
উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরাইল। দেশটির অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত ১৫ বছর সময় লাগবে। এজন্য প্রতিদিন ১০০টি লরি ব্যবহার করতে হবে।
জাতিসঙ্ঘের হিসাব মতে, গাজায় ভবন ধসে এ পর্যন্ত ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। এ ধ্বংসস্তূপগুলো যদি একসাথে এক জায়গায় রাখা যায়, তাহলে তা মিসরের ১১টি গ্রেট পিরামিডের সমান হবে। এ ধ্বংসস্তূপ সরাতে ব্যয় হবে ৫০০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় ৭ হাজার কোটি টাকার বেশি)।
ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হিসাব অনুসারে, গাজায় ১ লাখ ৩৭ হাজার ২৯৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অঞ্চলটির মোট ভবনের অর্ধেকের বেশি। ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এক-চতুর্থাংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এ ছাড়া এক-দশমাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এক-তৃতীয়াংশ বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলার জন্য ২৫০ থেকে ৫০০ হেক্টর জমির প্রয়োজন পড়বে
সূত্র : আল-জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা