১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

শিয়া মাজারে হামলার পরিকল্পনা ব্যর্থ

শিয়া মাজারে হামলার পরিকল্পনা ব্যর্থ - ছবি : ভয়েস অফ আমেরিকা

শিয়া মাজারে ইসলামিক স্টেটের (আইএস) আক্রমণের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার বর্তমান সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা শনিবার জানায়, বর্তমান সরকারের গোয়েন্দা কর্মকর্তারা দামেস্কের সাইয়েদা জায়নাব উপ-শহরে শিয়াদের একটি মাজারে আইএসের বোমা বিস্ফোরণের পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের এক কর্মকর্তার সূত্রে জানায়, আইএস সেলের যে সব সদস্য বোমা বিস্ফোরণের পরিকল্পনা করছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তাটিকে উদ্ধৃত করে তারা আরো বলে, ‘সিরিয়ার জনগণকে লক্ষ্যবস্তু করার জন্য যেকোনো মতাদর্শের সকল প্রচেষ্টা মোকাবেলায় গোয়েন্দা সংস্থা তার সর্বাত্মক শক্তি প্রয়োগ করছে।’

আইএস এর আগেও শিয়া তীর্থ যাত্রীদের উপর সাইয়েদা জায়নাবে আক্রমণ চালিয়েছে।

২০২৩ সালে শিয়াদের পবিত্র দিন আশুরার ঠিক একদিন আগে সাইয়েদা জায়নাবে মোটর সাইকেলে রাখা একটি বিস্ফোরক ফেটে পড়লে অন্তত ছয়জন নিহত হন। এ হামলায় অনেকেই আহত হন।

এবার যে আক্রমণটি করা হয়েছে, এর মধ্য দিয়ে পতিত সরকার বাশার আল আসাদের সমর্থকসহ অন্য সকল সংখ্যালঘুকে এই বার্তা দেয়া হয়েছে যে নতুন নেতাদের পক্ষ থেকে নাগরিকদের সর্বাত্মক নিশ্চয়তা দেয়া চেষ্টা করা হচ্ছে।

ইরান সমর্থিত লেবাননভিত্তিক শিয়া গোষ্ঠী হিজবুল্লাহ ও ইরাকি মিলিশিয়ার সাথে সংখ্যালঘু আলাউই সম্প্রদায়ের সদস্য বাশার আল-আসাদের সংশ্লিষ্টতা ছিল।

সাবেক বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত মাসে আকস্মিক আক্রমণে সিরিয়ার আসাদ শাসনের পতন ঘটায়। সুন্নি ইসলামপন্থী গোষ্ঠী এইচটিএস এখন দেশটির ক্ষমতাসীন দল। গোষ্ঠীটির সাথে আগে আল কায়দার সম্পর্ক ছিল। তবে পরে তারা আলাদা হয়ে যায়। দামেস্কের ক্ষমতা গ্রহণের পর এইচটিএস নেতা আহমাদ আল-শারা ধর্মীয় সহ-অবস্থানের কথাই প্রচার করছেন।

সূত্র : ভিওএ


আরো সংবাদ



premium cement
কম্পিউটারের ওপর দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই : নোবিপ্রবি ভিসি চোখে শুকনো মরিচের গুঁড়ো ছিটিয়ে ছুরিকাঘাতে অটোরিকশা চালককে হত্যা সিরিয়া নিয়ে আলোচনা করতে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের শীর্ষ কূটনীতিকরা ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু সাতক্ষীরা পৌর-মেয়রের বরখাস্তের আদেশ অবৈধ : হাইকোর্ট জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার দাবিতে গণঅনশন দাবানল পাল্টে দিয়েছে লস অ্যাঞ্জেলসের চিত্র ‘অবিভক্ত ভারত’ অনুষ্ঠানে পাকিস্তান ও বাংলাদেশকে আমন্ত্রণ দিল্লির হাসিনার চোখ ছিল ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস আলম রংপুরে প্রি-পেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নেসকো অফিস ঘেরাও লেবার পার্টির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক

সকল