১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`
আল জাজিরার বিশ্লেষণ

ট্রাম্পের আমলে ইরান কি পারমাণবিক বোমা বানাতে পারবে?

আয়াতুল্লাহ আলী খামেনি - ছবি : এপি

আগামী ২০ তারিখে দ্বিতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে এমন এক ঝুঁকিপূর্ণ পথে ঠেলে দিয়েছেন, যে পথ ধরে অগ্রসর হলে পশ্চিমাদের সাথে দেশটির সম্পর্ক ভিন্ন খাতে গড়াতে পারে।

ইরানের পরমাণু স্থাপনা ও স্পর্শকাতর অবকাঠামো যেমন বিদ্যুৎকেন্দ্র, তেল ও পেট্রোকেমিক্যাল স্থাপনা ইত্যাদিতে সামরিক হামলার জন্য ইসরাইলের সাথে মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে আলোচনা করছেন। কিন্তু ইরানের কর্মকর্তারা, বিশেষ করে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনো তাদের অবাধ্য রয়েছে গেছে। তাদের ইসলামিক রেভলুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) রয়েছে দীর্ঘ সামরিক প্রশিক্ষণ। তারা এখন বিশেষ করে দেশটির প্রতিরক্ষামূলক স্পর্শকাতর স্থাপনার দিকে বিশেষ নজর রাখছে।

একটি পরিবর্তন, তবে কোন দিকে
দুই দশকেরও বেশি সময় ধরে পশ্চিমের সাথে ইরানের সম্পর্কটা পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি করা এবং পারমাণবিক বোমা বানানোকে ঘিরে আবর্তিত হচ্ছে। পশ্চিমারা তাদের এই কর্মসূচি নিয়ন্ত্রণে রাখতে এবং পারমাণবিক বোমা নির্মাণ থেকে নিবৃত্ত রাখতে চায়। তবে ইরান বরাবরই বলে আসছে যে তারা গণবিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না।

সম্প্রতি ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মধ্যে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে ঘোষিত তেহরানের রাষ্ট্রীয় নীতি পরিবর্তন করা সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা।

ওয়াশিংটনভিত্তিক ক্রাইসিস গ্রুপের ইরানবিষয়ক সিনিয়র বিশ্লেষক নাইসান রাফাতি বলেন, এ বিষয়ে তেহরানে দুই ধরনের চিন্তাধারা আছে বলে মনে হচ্ছে। একটি হলো পারমাণবিক কর্মসূচিসহ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জড়িত থাকার সম্ভাবনা বিবেচেনা করা। অন্যটি হলো পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে সোচ্চার থাকা, বিশেষ করে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতার ক্ষয় এবং তার আঞ্চলিক মিত্রদের প্রতি বিপর্যয়ের কারণে তারা বেশি জোর দিচ্ছে।

বিস্তারিত আসছে...


আরো সংবাদ



premium cement
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাথে এক অবিচ্ছেদ্য যাত্রা বছরের শুরুতেই মুখোমুখি হচ্ছে বার্সা-রিয়াল ছাদ বাগান বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইয়ে একটি কার্যকর সমাধান : উপদেষ্টা ব্যবসায়ীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে : আসিফ মাহমুদ জয়ের ধারা ধরে রাখলো সিলেট, খুলনার দ্বিতীয় হার পাঁচ দেশের দূতাবাস থেকে পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলা, ৯ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সিরাজগঞ্জে সাবেক এমপি হেনরীর সম্পত্তি ক্রোকের নির্দেশ জাতীয় প্রেস ক্লাব প্রবীণ সদস্য আমিনুল ইসলাম বেদু আর নেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না : আমীর খসরু ইয়েমেনি হামলার আশঙ্কায় উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় ইসরাইল

সকল