গাজায় ৪ ইসরাইলি সৈন্য নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১৩:০৭, আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১৫:৫০
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরে হামাসের সাথে তাদের যুদ্ধে চার সেনা সদস্য নিহত হয়েছে। এই মৃত্যুর ফলে ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে মোট নিহত সৈন্যের সংখ্যা ৪০৩ জনে দাঁড়িয়েছে।
শনিবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, একই ঘটনায় এক কর্মকর্তা ও একজন রিজার্ভিস্ট সৈন্য গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
সেনাবাহিনী জানায়, তারা গাজার উত্তরে জাবালিয়ার কাছে এক স্থল অভিযানে তিন ফিলিস্তিন যোদ্ধাকে হত্যা করেছে।
জাতিসঙ্ঘ কর্তৃক নির্ভরযোগ্য বিবেচিত হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরাইলের সামরিক অভিযানে ৪৬ হাজার ৫৩৭ জন নিহত হয়েছেন, যাদের বেশিভাগই বেসামরিক নাগরিক।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা