গাজার স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৮
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৪
উত্তর গাজায় একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় দুই নারী ও দুই শিশুসহ কমপক্ষে আটজন নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যায় উত্তর গাজায় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের আশ্রয়দানকারী স্কুলটিতে ইসরাইল এ বিমান হামলা চালায় বলে জানান ফিলিস্তিনি চিকিৎসকরা।
জাবালিয়ার হালাওয়া স্কুলটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে আরো ৩০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইসরাইলি ড্রোন স্কুলের একটি রুমে আঘাত হানার ফলে ব্যাপক হতাহত হয়।
তবে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, হামাস সদস্যরা স্কুল থেকে তাদের প্রতিরোধ পরিচালনা করে আসছিল। তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হাসপাতাল, ধর্মীয়প্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোগুলোর ওপর ইসরাইলি হামলার ধারাবাহিকতার মধ্যে স্কুলের ওপর এ হামলাটি ছিল সর্বশেষ। ইচ্ছাকৃত বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা করা হলে আন্তর্জাতিক মানবাধিকার আইনে এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
ইসরাইল গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় ব্যাপক পরিসরে আক্রমণ পরিচালনা করে আসছে। তাদের দাবি, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেয়ার লক্ষ্যে তারা এ আক্রমণ চালাচ্ছে।
তবে ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরাইল এই অঞ্চল দখল করে সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চায়।
চলমান যুদ্ধ গাজার বেসামরিক জনগণকে বিধ্বস্ত করেছে। গণহত্যায় ৪৬ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিভাগই নারী ও শিশু।
আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ গাজায় যুদ্ধ পরিচালনার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যা মামলার মুখোমুখি হয়।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা