যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই লেবানন থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই লেবানন থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন বিশেষ মার্কিন দূত অ্যামস হোচস্টাইন। স্থানীয় সময় শনিবার রাতে আল আকবার গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হোচস্টাইন লেবাননের জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানিয়েছেন যে যুদ্ধবিরতির ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই দক্ষিণ লেবানন থেকে সকল ইসরাইলি সেনা প্রত্যাহারের ব্যাপারে যুক্তরাষ্ট্র তত্ত্ববাধান করবে।
হোচস্টাইন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং সংসদের স্পিকার নাবিহ বেরির সাথে বৈঠকের সময় এই আশ্বাস দেন।
তিনি বলেন, ইসরাইলি কর্মকর্তাদের সাথে সরাসরি আলোচনার পর তিনি ‘সেনা প্রত্যাহারের জন্য একটি বিস্তারিত সময়সীমা’ নিশ্চিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে ‘২৬ জানুয়ারি লেবাননে ইসরাইলি বাহিনীর জন্য চূড়ান্ত তারিখ নির্দিষ্ট হবে।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, হোচস্টাইন লেবাননের সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে তাদের মোতায়েন জোরদার করতে এবং ইসরাইলি বাহিনী প্রত্যাহারের ফলে তৈরি ‘শূন্যতা পূরণ’ করার জন্য প্রস্তুতি বাড়ানোর অনুরোধ করেছেন।
সূত্র : জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা