১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরাইলের

- ছবি : মিডল ইস্ট মনিটর

সিরিয়াকে কয়েকটি প্রাদেশিক ব্লকে বিভক্ত করার পরিকল্পনা করছে ইসরাইল। শনিবার (১১ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের মন্ত্রীপরিষদ ও অন্যান্য কর্মকর্তা সম্প্রতি প্রতিবেশী দেশগুলোতে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার পলিসি বিষয়ে নীতিনির্ধারণী একটি বৈঠক করেছে। সেখানে তারা সিরিয়াকে কয়েকটি প্রাদেশিক ব্লকে ভাগ করার পরিকল্পনা নিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ একটি বৈঠক আহ্বান করেছিলেন। সেখানে তিনি বিভিন্ন মন্ত্রীদের সাথে মতবিনিময় করেন। বৈঠকে তিনি সিরিয়ার রাজনীতিতে তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্বারোপ করেন এবং সিরিয়ার নেপথ্য প্রধান আহমাদ আল শারাকে তুরস্কের দিক-নির্দেশনা প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার আগেই ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডনভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আই প্রকাশিত একটি ইসরাইলি নীতিও আলোচিত হয়েছে। গণমাধ্যমটি গত মাসে তেল আবিবের একটি পরিকল্পনা প্রকাশ করেছে। সেখানে সিরিয়াকে তিনটি প্রাদেশিক ব্লকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে উত্তর-পূর্ব প্রদেশ কুর্দিদের মাধ্যমে পরিচালিত হবে। দক্ষিণের প্রদেশের নিয়ন্ত্রণ ড্রুজরা গ্রহণ করবে। আর রাজধানী দামেস্ক বাশার সরকারের অধীনে থাকবে। কিন্তু তাদের ওই পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিদ্রোহীরা বাশার সরকারের পতন ঘটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ ভার গ্রহণ করে।

এই নতুন পরিকল্পনার অধীনে ইসরাইলের নিরাপত্তা সংস্থা সিরিয়াকে প্রাদেশিক অঞ্চলে বিভক্ত করার কথা ভাবছে বলে জানা গেছে। তাদের এই পরিকল্পনার পক্ষে ইসরাইলি সংবাদপত্র এভাবে ব্যাখ্যা করেছে যে এর লক্ষ্য হবে সিরিয়ার সব জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা ও অধিকার রক্ষা করা।

সংবাদমাধ্যমের মতে, ইসরাইলি জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী এলি কোহেন এই বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই ধরনের পরিকল্পনার বিস্তৃত আলোচনার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। এতে তেল আবিবের সরাসরি যুক্ত হওয়া উচিত নয়। কারণ সিরিয়ানরা এতে অস্বস্তি বোধ করবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement