১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর পাকিস্তানের গুরুত্বারোপ

- ছবি : পার্সটুডে

জাতিসঙ্ঘের সহায়তায় সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে পাকিস্তান। জাতিসঙ্ঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মুনির আকরাম নিরাপত্তা পরিষদের বৈঠকে ওই আহ্বান জানান।

সিরিয়ার পরিস্থিতির ওপর জোর দিয়ে তিনি বলেন, সিরিয়ার ঐক্য এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন অনিবার্য। ওই সরকার গঠন প্রক্রিয়ায় জাতিসঙ্ঘের সমর্থন ও সহায়তা থাকা উচিত বলে মুনির আকরাম মন্তব্য করেন।

জাতিসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আরো বলেন, সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করা ওই দেশের জনগণের রাজনৈতিক, নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলোকে এগিয়ে নেয়ার জন্য একটি অপরিহার্য বিষয়।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement