১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ইউক্রেন-মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় ম্যাক্রোঁ ও স্টারমার

- ছবি : বাসস

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সাথে ব্রিটেনে বৈঠক করেছেন। তারা সেখানে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্যের চেকার্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে জানানো হয়, লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চেকার্সে স্টারমার তার গ্রামের বাড়িতে ফরাসি রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান। ‘অনিশ্চিত সময়ের পটভূমিতে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন’ দুই নেতা।

ম্যাক্রোঁর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন প্রসঙ্গে উভয় নেতা দেশটিকে ‘যতদিন প্রয়োজন ততদিন’ একযোগে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তারা ইউক্রেনীয় ভূ-খণ্ড রক্ষায় প্রয়োজনীয় সহায়তা ও সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখা এবং ২০২৫ সালের পরেও কিয়েভকে আর্থিক সহায়তার দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

২০২২ সালে ইউক্রেনে হামলাকারী রাশিয়ার একটি শর্তে মীমাংসা হতে পারে বলে ইউক্রেন ও তার মিত্ররা অবগত রয়েছে। ইউক্রেনের মিত্র ফ্রান্সও যুক্তরাজ্যের নেতার মধ্যের এই আলোচনা সেটিরই ইঙ্গিত দিচ্ছে।

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইউক্রেন সংঘাতের অবসান ঘটাবেন। তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় শক্তিগুলো ২০ জানুয়ারি ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসার অপেক্ষায় আছে।

এর আগে ম্যাক্রোঁ বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় উভয় পক্ষের অভিন্ন ঐক্য রয়েছে।

ডাউনিং স্ট্রিটের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিষয়ে, ম্যাক্রোঁ ও স্টারমার অঞ্চলটিতে স্থিতিশীলতা ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা এড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে ঐকমত্যে পৌঁছান।

দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে কখনো কখনো বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসী ফ্রান্স থেকে ইংল্যান্ডে আসছেন। এছাড়া প্রতিরক্ষা, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবৈধ অভিবাসন বিষয়ে সহযোগিতা আরো গভীর করার লক্ষ্যে এই বছর অনুষ্ঠেয় যুক্তরাজ্য-ফ্রান্স শীর্ষ সম্মেলনও আলোচনায় অন্তর্ভূক্ত ছিল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
মাতৃভূমিতে নারী শিক্ষা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মালালা দোহারে ব্যাচ-৭৫ পুনর্মিলনী অনুষ্ঠান খুলনাকে ১৭৯ রানের টার্গেট দিলো রাজশাহী ঢাকা মেডিক্যালের মর্গে জুলাই অভ্যুত্থানের ৬ বেওয়ারিশ লাশ পলাতক ওসি শাহ আলমকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি নতুন বছরে মাঠে নামতে মায়ামিতে মেসি ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের : পররাষ্ট্রমন্ত্রী

সকল