সৌদি আরবে ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ জানুয়ারি ২০২৫, ১১:৫৪
সৌদি আরবের বেশিভাগ অংশে আগামী ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত হতে পারে বলে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) বৃহস্পতিবার জানিয়েছে।
শুক্রবার সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আবহাওয়া বুলেটিনে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বাতাসের সাথে মুষলধারে বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা সম্পর্কে সতর্ক করে এনসিএম। এছাড়াও উপকূল বরাবর উচ্চ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার কথাও জানায় তারা।
পূর্বাভাসে আল-জৌফের উত্তরাঞ্চল, উত্তর সীমান্ত ও হাইল অঞ্চলে শুক্রবার ও শনিবার বৃষ্টিপাতের কথা বলা হয়।
এছাড়া শুক্রবার তাবুক ও মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বপ্রদেশ, আসির ও জাজানে শনিবার থেকে রোববার এবং কাসিমে শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রিয়াদ ও আল-বাহা অঞ্চলে শুক্রবার থেকে রোববার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জনসাধারণকে আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার জন্য এনসিএম তাদের ওয়েবসাইট আনওয়ারের দৈনিক প্রতিবেদনগুলো অথবা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পরিদর্শন করার আহ্বান জানানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা