১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

উত্তর গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধাদান অব্যাহত

উত্তর গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধাদান অব্যাহত - ছবি : আনাদোলু এজেন্সি

উত্তর গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধাদান অব্যাহত রেখেছে ইসরাইল। বুধবার (৯ জানুয়ারি) জাতিসঙ্ঘ এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে।

জাতিসঙ্ঘ বলছে, গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ব্যাপক পরিসরে বাধাদান অব্যাহত রেখেছে ইসরাইল। এদিকে, গাজার বেসামরিক নাগরিকরা ভয়াবহ সহিংসতার মধ্য দিয়ে সময় পার করছে।

এক সংবাদ সম্মেলনে জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, কর্ডিন্যাশন অফ হিউমেনিট্যারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) এর কার্যালয় থেকে আমাদের সহকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, জাতিসঙ্ঘ ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলো দক্ষিণ ও মধ্য গাজার দুই শতাধিক পরিবারকে সহযোগিতা করেছে। গত ২২ ডিসেম্বর থেকে চলতি মাসের ৪ জানুয়ারি পর্যন্ত সময়ে তাদেরকে এই সহায়তা দেয়া হয়।

এদিকে, ওসিএইচএ জানিয়েছে যে ইসরাইলি কর্তৃপক্ষ জাতিসঙ্ঘের সহায়তা উত্তর গাজায় পৌঁছাতে দিচ্ছে না। অথচ সেখানের বাসিন্দারা তিন মাসের বেশি সময় ধরে অবরোধের মধ্যে রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement