১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

গাজা যুদ্ধ বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি ইসরাইলি সেনাদের বাবা-মায়ের

গাজা যুদ্ধ বন্ধ করতে কঠোর হুঁশিয়ারি ইসরাইলি সেনাদের বাবা-মায়ের - ছবি : আল জাজিরা

ইসরাইলি সেনাদের ৮০০ জন মা-বাবা দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ উদ্যোগ না নেয়া হলে আপোষহীন সংগ্রামের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বুধবার (৯ জানুয়ারি) উত্তর গাজায় তিন ইসরাইলি সেনা নিহত ও দু’জন আহত হওয়ার পর এক বিবৃতিতে এই ঘোষণা দেন তারা। ইসরাইলি গণমাধ্যম চ্যানেল-১২ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধরত ও সংরক্ষিত সেনাদের ৮০০ জন পিতামাতা এসে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছেন, তিনি যেন খুব দ্রুত এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটান।

এক বিবৃতিতে তারা জানান, আমরা প্রধানমন্ত্রীকে এই রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছি। আমরা আরো বলেছি, যেন একটি বন্দীবিনিময় চুক্তি করে গাজায় থাকা ইসরাইলিদের দ্রুত ফেরানোর উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে আমরা একটি আপোষহীন সংগ্রাম শুরু করব। গাজাকে আমাদের সন্তানদের সলীল-সমাধি হতে দেব না।

উল্লেখ্য, গতকাল বুধবার উত্তর গাজায় তিন ইসরাইলি সেনা নিহত এবং আরো তিনজন আহত হয়। এর মধ্য দিয়ে গাজায় নিহত ইসরাইলি সেনাদের সংখ্যা ৪০১ জনে পৌঁছেছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement