১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

‘ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার ওপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা’

‘ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার ওপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা’ - ছবি : পার্সটুডে

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে এক নারীর ওপর ইসরাইলের বর্বর সেনারা ঘৃণ্য আক্রমণ চালিয়েছে এবং তাকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যম এক্সসহ বিভিন্ন প্লাটফর্মে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, ইসরাইলের দু’জন পুরুষ এবং একজন নারী সেনা ওই ফিলিস্তিনি নারীকে আটক করে প্রশ্নবাণে জর্জরিত করছে।

একজন অ্যাক্টিভিস্ট এই ভিডিও পোস্ট করে বলেছেন, ফিলিস্তিন নারীর সাথে যা ঘটেছে ওই নোংরামি কল্পনার বাইরে। এই অভিযানের সময় দখলদার সেনারা ওই নারীর জামা এবং হিজাব খুলে ফেলে। এটি যদি ইউক্রেনে করতো, তাহলে আমেরিকা রাশিয়ার ওপরে পরমাণু বোমা হামলা চালাতো।’

যখন অধিকৃত পশ্চিমতীরে দখলদার সেনারা ব্যাপকভাবে হত্যা, অপহরণ এবং লাগাতার ধরপাকড় চালাচ্ছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বছরের বেশি সময় ধরে বর্বর আগ্রাসন ও গণহত্যা চলছে, তখন ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করার মতো এই ন্যাক্কারজনক ঘটনা ঘটল।

ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ৪৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা আগ্রাসনে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের বর্বরতার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ানো পশ্চিমা দেশসহ বিশ্বের বেশিরভাগ দেশ নীরব রয়েছে। এ সুযোগে ইসরাইল ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রকৃতপক্ষে জাতিগত নির্মূল অভিযান চালাচ্ছে।

সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement