৪ আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে ইসরাইলের মানচিত্র প্রকাশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:০২
চারটি আরব দেশের ভূখণ্ডকে ‘বৃহত্তর ইসরাইলের’ অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে, তার নিন্দা জানিয়েছে জর্দান সরকার ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরাইলের অন্তর্ভুক্ত করা হয়েছে।
রামাল্লাহ-ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু-রুদেইনে ইসরাইলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরাইলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল-আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেয়া উচিত।
ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরাইলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানান। এর কারণ হিসেবে তিনি বলেন, ইসরাইলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে।
ওদিকে, জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইসরাইলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে ‘উস্কানিমূলক ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয় বলেছে, বর্ণবাদের ভিত্তিতে নেয়া ইসরাইলি পদক্ষেপ যেমন জর্দানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না, তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারও লঙ্ঘন করতে পারবে না।
জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ইসরাইল সরকারকে অবিলম্বে এ ধরনের উস্কানিমূলক পদক্ষেপ ও বেপরোয়া বক্তৃতা-বিবৃতি বন্ধ করতে হবে। কারণ, এসব পদক্ষেপ কেবল পশ্চিম এশিয়া অঞ্চলে অস্থিতিশীলতা বৃদ্ধি করবে।
সূত্র : পার্সটুডে