০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ট্রাম্পের কেনার ইচ্ছা প্রকাশের পর গ্রিনল্যান্ড সফরে তার ছেলে

গ্রিনল্যান্ড সফরে ডোনাল্ড ডন ট্রাম্প জুনিয়র - সংগৃহীত

নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনে নেয়ার ইচ্ছা প্রকাশের পর তার ছেলে ডোনাল্ড জন ট্রাম্প জুনিয়র ‘ব্যক্তিগত’ সফরে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপটিতে পৌঁছেছেন।

মঙ্গলবার বিস্তৃত আর্কটিক দ্বীপে ট্রাম্প জুনিয়রের সফরটি আনুষ্ঠানিক ছিল না। তাই তিনি গ্রিনল্যান্ডিক বা ডেনিশ কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে না।

তবে তার সফর জল্পনাকে উস্কে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারিতে দায়িত্ব নেয়ার সময় গ্রিনল্যান্ড কেনার জন্য চাপ দেবেন।

ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে বলেছেন, জন ও অন্যান্য প্রতিনিধিরা গ্রিনল্যান্ডের বিস্ময়কর সব স্থান অবলোকন করতে যাচ্ছেন।

ট্রাম্প আরো বলেন, ‘গ্রিনল্যান্ড একটা অসাধারণ জায়গা। এই স্থান যখন আমাদের হবে তখন মানুষ ভীষণভাবে লাভবান হবে। আমরা গ্রিনল্যান্ড রক্ষা করব, যত্ন করব এবং বিশ্বের ভয়াবহ দূষণ থেকে গ্রিনল্যান্ডকে পুনরায় সুন্দর করে গড়ে তুলবো।’

ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোপূর্বে জানিয়েছিল, জন জুনিয়র ট্রাম্পের এই সফর কোনো সরকারি সফর নয়। বড়দিনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, জাতীয় নিরাপত্তা ও পৃথিবীব্যাপী স্বাধীনতার স্বার্থে গ্রীনল্যান্ডের মালিকানা ও নিয়ন্ত্রণ নেয়া যুক্তরাষ্ট্রের কাছে অতি প্রয়োজনীয়।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, এর প্রতিক্রিয়ায় আইল্যান্ড রাষ্ট্রটির সরকার বলেছিল যে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেডের বুধবার কোপেনহেগেনে ডেনমার্কের রাজা ফ্রেডরিকের সাথে সাক্ষাৎ করার কথা থাকলেও সময়সূচির সমস্যার কারণে তা বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বহু বছর আগে থেকে গ্রিনল্যান্ডে ডেনমার্কের দ্বীপগুলো কিনতে চাইছে। যে দ্বীপগুলো স্বায়স্বশাসিত এলাকা হিসেবে কিংডম অব ডেনমার্কের অধীনস্থ।
সূত্র : আল জাজিরা, এএফপি


আরো সংবাদ



premium cement