দেশের বাইরে গেলে গ্রেফতার করা হতে পারে ইসরাইলি সেনাদের
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ২০:৪০
দেশের বাইরে গেলে ইসরাইলি সেনাদের গ্রেফতার করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার (৬ জানুয়ারি) এ বিষয়ক সতর্কতা জারি করা হয়।
স্থানীয় গণমাধ্যমের সূত্রে আনাদোলু জানিয়েছে, গাজা যুদ্ধে দায়িত্বরত এক ইসরাইলি সেনা ব্রাজিলে গেলে তাকে গ্রেফতারের চেষ্টা করে দেশটির কর্তৃপক্ষ। তারা এই সেনার ব্যাপারে তদন্ত শুরু করে যে তাকে গাজায় যুদ্ধাপরাধের দায়ে গ্রেফতার করা সম্ভব কিনা। ব্যাপারটি আঁচ করতে পেরে ওই সেনা ব্রাজিল থেকে পলায়ন করে। এরপরই ইসরাইলি কর্তৃপক্ষ ভ্রমণবিষয়ক এই সতর্কতা জারি করে।
ইসরাইলি গণমাধ্যম হারেৎজ জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধে অংশগ্রহণের কারণে মানবাধিকার সংস্থাগুলো ইসরাইলি সৈন্যদের ট্রেকিং করছে। তারা সেনাদের বিরুদ্ধে মামলারও প্রস্তুতি নিচ্ছে।
ইতোমধ্যে ইসরাইলি সেনাদের ব্যাপারে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বেলজিয়াম, ফ্রান্স ও ব্রাজিলে মামলা হয়েছে।
উল্লেখ্য, সংরক্ষিত সেনাদের উদ্দেশে এই সতর্কতা জারি করা হয়। তবে যারা এখন গাজায় যুদ্ধরত আছে, তাদের অনুমতি ছাড়া বিদেশে ভ্রমণে যেতে পারবে না।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা